কি করবো বাথরুম থেকে বের হলেই তো সব শেষ করে দিবে
কি যে করবো এখন ধুর কিছুই ভালো লাগে না
স্যার: কি হলো এতক্ষণ লাগে
– স্যার আসছি … একি স্যার আমার জামা কাপড় গুলো সব এভাবে ফেলছেন কেনো??
– একটা জিনিস খুঁজতেছি
– কি জিনিস আর আমার রুমে কেনো
– কিছু না।
বলেই হাত টেনে কোলে বসিয়ে আমার অনেক কাছেই এসেছে হালকা ধাক্কা দিয়ে ফেলে দিল বিছানায় তখন এ
আম্মু দরজায় টোকা দিল
আম্মু: নুহা মা দরজা টা খুলে দে তো
– ইস এখন কি হবে আম্মু এই অবস্থায় দেখলে মেরেই ফেলবে
– আরে কিছু হবে না আমার রোমান্স এর ১৪ টা বাজিয়ে দিলো
– ছিহ আপনি খুব খারাপ স্যার
এ বলেই দরজা খুলে দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে বললো যে কথা হলো
– কিসের কথা আম্মু আর ঐ লোক কে আমার রুমে কেন ঢুকতে দিলা
– আরে মা কি বলিস এসব ছেলেটা খুব ভালো তোকে অনেক যত্নে রাখবে
– কেমন যে যত্নে রাখবে বুঝতেই পারছি (মনে মনে)
– কি হলো রে
– কিছু না আম্মু আমি ওনাকে বিয়ে করতে পারবো না
স্যার: আন্টি চিন্তা করবেন না ও একটু ভয় পাচ্ছে তাই এভাবে বলছে
– আম্মু: ওও তা বাবা আসো খেয়ে নাও
– হ্যা আন্টি
.
.
.
এটা কি হলো আম্মু ওনাকে রাগ হলো না কেনো কি চলছে ওদের মধ্যে জানতেই হবে
আম্মু: কি রে খাবি না নাকি
– আসছি আম্মু
.
.
সবাই মিলে খাইতে বসলাম হঠাৎ মনে হল কেউ আমার পায়ে পা দিয়ে খোঁচা দিচ্ছে
তাকিয়ে দেখি স্যার
– আম্মু আমি আর খাবো না
– কেন তোর আবার কি হলো
– রাগ সামলাতে না পেরে বলেই দিলাম কেউ পায়ের মধ্যে বার বার খোঁচা দিলে কিভাবে খাবো আমি
– কে খোঁচা দিচ্ছে রে
– না মানে কেউ না আমি গেলাম
খাওয়া শেষ করে আম্মু আব্বু আর ওনারা কথা বলছেন পিছন থেকে কেউ আমাকে জরিয়ে ধরলো
– আরে স্যার আপনি কি করছেন এটা ছাড়েন
– আজ রাতেই বিয়ে করবো তোমায় তখন তো আর ছাড়েন ছাড়েন বলতে পারবা না
– কোনোদিন ও না বিয়ে হলেও আমাকে টাচ করতে দিবো না
– সেটা সময় হলেই বুঝবা আমি কি জিনিস
– কি বলছেন এসব ছাড়েন তো
– ওকে ছাড়তে পারি একটা সর্তে
– কি
– তোমার ঠোট এ একটা কিস করবো
– কিহহ কখনোই না
– তাহলে এভাবেই থাকি
– উফফ ঠিক আছে জাস্ট একটা কিস
– ওকে …..
উমমমমমমমমমাহ
আচ্ছা জান থাকো রাতে দেখা হবে
– চলে যান এখান থেকে আর আসবেন না
– আরে আসতে তো হবেই আমাকে
– কেন
– তুমি যে এখানে আছো তাই
– এখন যান তো
– ওকে জান❤️
.তারপর সন্ধ্যায় আসলো ওনারা সবাই