২০১৮ সাল আমি তখন ক্লাস নাইনে পড়তাম। সে সময়ে আমার সাথে একটা ভয়ংকর ঘটনা ঘটে। একদিন আমি রাতে একা বাসায় বসে টিভি দেখছিলাম।কোন বিশেষ কারণে আমার আম্মু আব্বু আমার নানা বাড়িতে গিয়েছিল। তারা আমাকে বলেছিল কাল সকালে আসবে আর আমি তাতেও রাজি হয়ে গেছিলাম কারণ আমি একা থাকতে ভয় পেতাম না আমি ভূত-পেত আত্মা এগুলো কে আমি বিশ্বাস করতাম না। আমাদের বাসাটা ছিল নির্জন একটা জায়গায় আমাদের প্রতিবেশীর বাসা অনেকটা দূরে ছিল। সেদিন রাতে আমি খাবার খেয়ে সোফায় বসে টিভি দেখছিলাম। ঠিক তখন হঠাৎ আমার রুমের ভেতরের দরজায় খোলার শব্দ হয়। আমি কিছুটা ভয় পেয়ে আমার রুমের দিকে এগিয়ে যাই। আমি আমার রুমের ভেতর গিয়ে দেখি আমার রুমের দরজাটা খোলা ছিল। কিন্তু অবাক করা বিষয় হলো ওই রুমের দরজা তো আগে থেকেই খোলা ছিল তাহলে আমি কেন আবার ওই রুমের দরজা খোলার শব্দ শুনলাম। তারপর নিজের মনকে শান্ত করে আমি আবার সোফায় গিয়ে বসে টিভি দেখতে শুরু করলাম। টিভি দেখতে দেখতে হঠাৎ আমার আমাদের জানালার দিকে চোখ পড়ল। কেমন জানি মনে হলো যে জানালার বাহিরে কেউ দাঁড়িয়ে আছে। আমি একটু ভয় ভয় জানালার দিকে এগিয়ে যাই। জানালার পর্দা সরাতেই দেখি জানালা থেকে একটু দূরে একটা কুকুর অনেক দ্রুত মাটি খুঁড়ছে। আমাকে দেখেই কুকুরটা যেন এমনভাবে তেড়ে আসছিল যেন জানালা ভেঙে ঢুকে আসবে। আমি ভয়ে তাড়াতাড়ি জানালার পর্দাটা লাগিয়ে দিয়ে সেখান থেকে সরে আসি। হঠাৎ দরজায় কে জানি অনেক জোরে জোরে শব্দ করতে শুরু করলো। আমি ভয়ে তাড়াতাড়ি সব রুমের দরজা লাগিয়ে আমি আমার রুমের ভেতরে বিছানায় বসে পড়ি । আমি ভয়ে ভয়ে আমার ফোনটা নিয়ে আম্মুকে ফোন করতে যাই যে তারা কখন আসবে এটা জিজ্ঞেস করার জন্য।ফোনটা হাতে নিয়েই দেখি, ফোনটাতে ব্যাটারি লো। ফোনটা চার্জে দিতে হঠাৎ একটা কল আসলো আমি ভেবেছিলাম হয়তো আম্মু দিয়েছি। কিন্তু কাছে গিয়েই দেখি নাম্বারটা খুব অদ্ভুত আমি ভয়ে ভয়ে ফোনটা ধরি। ওপাশ থেকে খুব বিদঘুটে সব দূর কান্না ভেসে আসছিল আমি ভয়ে ফোনটা অনেক জোরে ফেলে দেই। আর দৌড়ে বিছানার এক কোণে গিয়ে গুটি ছুটি হয়ে বসি। ঠিক ওই সময় আমার পাশের রুম থেকে কে যেন গুন গুন করে গান গাইছিল। সে গুনগুন শব্দটা যেন ঘরের ভেতর জোরে জোরে বারবার বাঁধছে।হঠাৎ আমি বুঝতে পারলাম রুমের দরজার কাছে আসে কেউ জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে আর চিৎকার করে বলছে দরজা খোল। আমি অনেক ভয় পেয়ে যাই আমি আরো দরজার কাছে গিয়ে দরজাটা ধাক্কা দিয়ে লেগে থাকার মত ছিলাম। এদিকে আমি আম্মুর কাছে ফোন দিতে পারছিলাম না কারণ আমি ফোনটা ফেলে দেওয়ার জন্য ফোনটা ভেঙে চুরমার হয়ে গেছে। আমি ভয়ে সূরা পড়তে শুরু করি। একসময় দরজা ধাক্কানো বন্ধ হয়ে যায়। আমি সেখানেই ভয়ে অজ্ঞান হয়ে যাই। যখন আমার জ্ঞান ফিরে আমি দেখি তখন সকাল আটটা বাজে। আমি ভয়ের রুম থেকে বের হই না। নয়টার দিকে আম্মু আব্বু আসে দরজা ধাক্কাতে শুরু করে। আমি অনেক ভয়ে দরজা খুলে তাদেরকে দেখে তাদেরকে জড়িয়ে ধরে অনেক কান্না করি। আর আমার সাথে ঘটে যাওয়া রাতের সব ঘটনাগুলো আমি তাদেরকে বলি। এরপর থেকে তারা আমাকে রাতে কখনো একা রাখে কোথাও যায়নি। তারপর থেকে এমন ঘটনা আর ঘটেনি।