আমি তো ওর কথা শুনে আবার অবাক হয়ে গেলাম
সাথী এগুলা কি বলে।
আমি সাথীকে বললাম
তুমি কি পা,গল হয়ে গেছো
আমার ছোট ভাইকে আমি কেন এসব বলতে যাব
ও যদি আমাদের সম্পর্কের কথা জানে
তাহলে ও সবাইকে বলে দিবে
এবং কি আমি আমার বন্ধুদের জানাইনি
যে আমি তোমার সাথে প্রেম করি।
সাথী বলল
আসলে হইছে কি
তোমাকে তো না দেখলে আমার ভালো লাগে না
তোমার সাথে তো আমার দেখা করতে হবে
তাই সেজন্য বলছি আর কি ।
আমি বললাম
যদি আমার সাথে দেখা করতে চাও
তাহলে আমাকে ফোন করবা আমি চলে আসবো
আমি তো এই শহর ছেড়ে চলে যাব না
আমি তো এখানেই থাকবো
তাছাড়া আমরা তো একই মহালয় থাকি
আমাদের সবসময় দেখা হবে ।
ওর সাথে কিছুক্ষণ ঘুরার পর বাসায় চলে আসলাম
সেদিনের পর থেকে
প্রায় সাত দিন হয়ে গেল
সাথী আমাকে কোন এসএমএস বা কোন কল দেয় না
আমি যখন কল দেই হয়তো ওয়েটিং বা ব্যস্ত দেখায়
ওর সাথে দেখা করার জন্য আমি কলেজে গেলাম ।
সাথে কে আমি বললাম
কি ব্যাপার কি হয়েছে তোমার
তোমার কোন খোঁজ খবর নেই কেন
আমি কল দিলে ওয়েটিং ব্যাবস্থা দেখায়
আমি এসএমএস দিলে তুমি রিপ্লাই দাও না
তোমার এমন কি হয়েছে
যার কারণে তুমি আমাকে এভয়েড করো।
সাথী বলল
আমাদের সম্পর্কটা বাসার সবাই জেনে ফেলছে
তাই এখন আর ফোন হাতে দেয় না
এবং আমি যে তোমাকে কল করব
আমার মোবাইলে ব্যালেন্স নাই
আমার মোবাইল সব সময় আম্মুর কাছে থাকে
তোমার সাথে কথা বলার সুযোগ পাই না ।
কিন্তু আমি তোমাকে যতবার কল দিচ্ছি
ওয়েটিং এবং ব্যস্ত দেখায়
তোমার আম্মু কি সারাদিন কথা বলে ।
আচ্ছা ঠিক আছে আমি তোমার মোবাইলের
টাকা পাঠিয়ে দেবো
সাথী প্লিজ তুমি আমার সাথে একবার হলেও কথা বলে
আমি এমনিতেই খুব টেনশনে আছি
তুমি যদি আমার সাথে কথা বলো
তাহলে একটু ভালো লাগে ।
সাথী বলল
আচ্ছা ঠিক আছে আমি যখন সময় পাবো তোমাকে কল দেব এবার আমি যাই আমার ক্লাসের দেরি হচ্ছে
সাথী আস্তে আস্তে কেমন জানি হয়ে গেছে
আগের মতন কথা বলে না
সাথী এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ।
বাসা থেকে আমাকে বলছে বাহিরে পাঠিয়ে দেবে
আমার ছোট মামা বাহিরে থাকে উনি বলছে আমাকে বাইরে নিয়ে যাবে ।
আমার জন্য নাকি ভালো একটি চাকরি পাইছে
বাবা বলল
তোর যা যা দরকার সবকিছু গুছিয়ে নেই
অল্প কিছুদিনের মধ্যে তোকে বাইরে পাঠিয়ে দেবো।
এদিকে সাথীকে ছেড়ে আমার বাইরে যেতে ইচ্ছা করতেছে না ওকে এক নজর না দেখলে
আমার ভালো লাগে না ।
এদিকে আমি বাংলাদেশ থেকে কি করব পড়াশোনা করি না কোন চাকরি ও করি না ।
মামা আমার জন্য ভালো এক টি চাকরি ঠিক করছে
যদি বাইরে না যায়
তাহলে আমাকে বাসা থেকে বের করে দিবে ।
আর কোন উপায় না পেয়ে সাথীর সাথে দেখা করতে গেলাম কলেজে ।
সাথীকে সব কিছু খুলে বললাম
সাথী আমার বাহিরে যাওয়ার কথা শুনে
অনেক খুশি হল ।
সাথী আমাকে বলল
তুমি যদি বাইরে যাও তাহলে আমাদের জন্য ভালো হবে
তুমি চার বছর বাইরে থেকে আসলে
আমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাইলে
তাহলে আমাদের বাবা মা রাজি হবে ।
তুমি আর দেরি করো না
তুমি বাইরে চলে যাও
আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবো।
আমি বললাম
তোমাকে ছাড়া থাকতে পারবো না
তোমাকে দুইদিন না দেখলে আমি পা,গল হয়ে যাই
আমি তোমাকে ছাড়া বাহিরে থাকবো কি করে ।
সাথী বলল
তুমি যদি আমাকে বিয়ে করতে চাও
তাহলে তোমার বাইরে যেতে হবে
কারণ তুমি এখন বর্তমানে বেকার
বেকার ছেলের কাছে আমার বাবা-মা কখনো
তোমার সাথে বিয়ে দিবে না ।
তুমি বোঝার চেষ্টা করো
এই মুহূর্তে তোমার বাহিরে যাওয়াটা জরুরী
আর তোমার সাথে আমি সবসময় ফোনে কথা বলবো ভিডিও করলে তুমি কোন টেনশন করো না ।
আমি আর কোন উপায় না পেয়ে
সাথীর কথামতো আমি রাজি হয়ে গেলাম
বিদেশ যাওয়ার ।
কিছুদিন পর আমার ভিসা এবং পাসপোর্ট চলে আসলো বাসার সবাই খুশি হলো ।
কালকে রাত ৯ টা বাজে আমার ফ্ল্যাট
আমি সাথীকে একটি এসএমএস পাঠালাম
কালকে রাতে নয়টার সময় আমার ফ্ল্যাট
আমি কালকে সকালে তোমার সাথে দেখা করার জন্য কলেজে আসব
কালকে আমাদের শেষ দেখা ।
কালকে তুমি আমার জন্য একটি গিফট কেন
যেটা দেখে সব সময় তোমার কথা মনে পড়বে
আমার যদি খারাপ লাগে তাহলে আমি তোমার
গিফটের দিকে তাকিয়ে থাকবো।
সকালে যাওয়ার সময় সাথীর জন্য একটি দামে ঘড়ি কিনে নিয়ে গেলাম ওকে গিফট করবো বলে
ঘড়িটি নেওয়ার কারণে হচ্ছে
ও যখন ঘরের দিকে টার দিকে তখন ওর আমার কথা মনে পড়বে সব সময় ।
আমি সাথীর জন্য কলেজে অপেক্ষা করতেছি
এক ঘন্টা হয়ে গেছে ও এখনো আসে না ।