চিরদিনের আলো
সকালবেলার শুকতারা তুমি,
দিনের শেষে সাঁঝের বাতি;
আমার আঁধার ঘরে, এলে আলো হয়ে,
জুড়িয়ে দিলে সকল দুখের গাঁথি।
রূপের মায়ায় ভুলিনি কভু,
মন দিয়েছি তোমায় সঁপি;
হৃদয় মাঝে বেঁধেছি ঘর,
প্রেমের প্রদীপে তোমায় জপি।
ফাগুন হাওয়ায় মাতাল আমি,
তোমার ছোঁয়ায় পুলকিত প্রাণ;
যুগে যুগে এ বাঁধন রবে,
চিরদিনের তরে তোমারি গান।