তুই আসলি হঠাৎ করে,
চোখে চোখ রেখে বললি স্বপ্নে,
আমি হারিয়ে গেলাম সেই ক্ষণে,
যেন মেঘে রোদের খেলা জোছনায়।
তোর কথা ভাবলেই বাজে সুর,
হৃদয়ের গহীনে উঠুক প্রেমপুর।
তুই যদি হাত ধরিস সারাটি জীবন,
আমি থাকব তোর ছায়া হয়ে নিঃশব্দে গোপন।
তুই যদি হারাস, আমি খুঁজে নেব,
চাঁদের আলোয় আবার কাছে টানব।
ভালবাসা শুধু তোরই নামে লেখা,
তুই-আমি থাকি, প্রেম থাকুক চিরকাল একা।