তুই যখন হাসিস হালকা করে,
মনের ভেতর আলো পড়ে।
চুপিসারে বলি বারবার,
ভালোবেসে ফেলেছি যে তোকে সারারাত পার।
তোর চোখে দেখি আমার ভবিষ্যত,
তুই ছুঁলেই থেমে যায় পৃথিবীর গতি।
একটু কাছে এলেই বুক ধড়ফড়ে,
তুই না থাকলে জীবনটা পড়ে রঙহীন ধোঁয়াতে।
চলো হারিয়ে যাই, শুধু আমি আর তুই,
ভালোবাসার শহর গড়ে নিই দূর গগন ছুঁই।
প্রতিটি দিন হবে তোর ছোঁয়ায় রাঙা,
তুইই আমার গান, তুইই আমার বাসনা।