পড়ন্ত বিকেলে হৃদয়ের ব্যাকুলতা
পড়ন্ত বিকেলের নিস্তব্ধতায়,
আমার মন শুধু তোমাকেই খুঁজে পায়।
হোক না সেথায় শত বাধা আর বারণ,
শত অপমান, সহস্র তিরস্কারের কারণ।
তবুও ব্যাকুল মন শুধু তোমায় ডাকে,
তোমার স্পর্শের আশায় সর্বদা থাকে।
কি গভীর ব্যাকুলতা এই হৃদয়ে লুকানো,
তোমাকে বোঝানো কঠিন, যেন সাগরে জল মাপা।
সন্ধ্যা তারার নীরব সাক্ষী, রাতের নিস্তব্ধ প্রহর,
আমার ভাবনা জুড়ে শুধু তুমি, তুমিই আমার শহর।
তুমি আমার প্রিয়া, আমার প্রিয়তমা,
এই হৃদয়ে গাঁথা শুধু তোমারই নাম।