চ্যাট জিপিটিকে বলছি একটা ফানি গল্প দাও। এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল হইছে 🙂 নিচের গল্পটা ওর দেয়া, এত ফানি! কি বলব হাসতে হাসতে আমার কিডনিতে হার্ট অ্যা-টাক হয়ে গেছে কিন্তু কেউ বুঝল না কখন হাসলাম 🙂
_________
গ্রামে একটা গ-রু ছিল নাম “মনিরা”। সে ছিল খুব শান্তশিষ্ট, কিন্তু ভয়ংকর বুদ্ধিমান।
একদিন মনিরা দেখল, প্রতিদিন দুপুরে বাড়ির ছোট ছেলে এসে তার গলায় রশি লাগিয়ে মাঠে নিয়ে যায় ঘাস খাওয়াতে। কিন্তু এই রশিটা বড় বিরক্তিকর, কারণ এটা দিয়ে সে তার পছন্দমতো দৌড়াতে পারে না।
তাই একদিন মনিরা বুদ্ধি খাটাল।
ছোট ছেলে আসছে গলায় রশি বাঁধতে, হঠাৎ মনিরা এমন মুখ করল যেন ভয়ানক অসুস্থ—এক চোখ বন্ধ, জিভ বের করে “ম্ম্মম…” শব্দ করছে।
ছেলে তো ভয় পেয়ে গেল! দৌড়ে বাড়িতে গিয়ে বলল, “আম্মু! মনিরা ম-রতাছে!”
বাড়ির সবাই ছুটে এলো, কেউ দুধ দিল, কেউ কলা, কেউ চিঁড়া… গরু পেটপুরে খেয়ে মুখে শান্তি ফুটিয়ে আবার চোখ খুলে ফেলল!
বাড়ির বড় ভাই বুঝে ফেলল ব্যাপারটা। সে বলল,
— “এই গ-রু তো Oscar পেতে পারে!” 🎭
এরপর থেকে মনিরার নাম হয়ে গেল “অস্কার মনিরা”। আর রশি লাগিয়ে মাঠে নেওয়া বন্ধ! সে এখন VIP ট্রিটমেন্ট পায়—গেট খুলে দেওয়া হয়, নিজে নিজে যায়, নিজে নিজে আসে!
_______
এত হাসির পোস্ট আমি একা গিলবো ক্যান? আপনারাও একটু গিলেন। আরেকটা কথা মনিরা আমার ছোট বেলার বান্ধুবির নাম 🙂 সত্যি আমি কোনোদিন চ্যাটজিপিটে ওর নামও বলি নাই। কিন্তু ও কেনো গ-রু বললো?