– আমার আম্মু ডাক শুনতে ইচ্ছে করে
– সত্যি
– হুম
– তা হলে তো আজ হয়েই গেল
– কি
– বুঝতে পারছো না
– না তো
.
.
.
.
– আরে স্যার কি হচ্ছে এটা 🙄🤨
– কি হচ্ছে 🥴🥴🥴
– আমার বাবু চাই,,
– বাবুর জন্য তো মিশন কমপ্লিট করতে হবে ☺ তাছাড়া তোমার লেখাপড়ার ক্ষতি হবে 🙄
– তবুও আমার বাবু চাই
– আচ্ছা ঠিকআছে,,তোমার কথাই হবে কিন্তু একটা শর্তে,, ☺
-বাবুর সাথে কিসের শর্ত 🙄
– তোমার জন্য এখন পর্যন্ত অনেক কষ্ট করতে হয়েছে,, সুন্দর করে প্রপোজ করো,,,
– Ꭸ ᏝᎾᏉᎬ ᎽᎾᏬ ᏕᎨᏒ 😁
-😡
-এটা কিরকম প্রপোজ 🥺🥺
ভালো করে প্রপোজ করো
– একটা অচেনা মানুষের সাথে কথা বলা, চলাফেরা করতে করতে মানুষটা অনেক বেশি আপন হয়ে যায়। তুমি আমার সেই আপন মানুষ যাকে প্রথমে মেনে নিতে পারিনি কিন্তু কয়েকদিন থেকে মনেহয় তুমি ছাড়া আমি শূন্য
– তাই…. তুমি ছাড়া আমিও শূন্য 🥺
-আমি তোমার বাবুর আম্মু হতে চাই,, দিবে কি সেই অধিকার 🥺,। দিবে কি শীতের সকালে তোমার হাত ধরে খালিপায়ে দূর্বাঘাসের ওপর হাঁটার সুযোগ,,,!!!
সারাজীবন তোমার হয়ে থাকতে চাই,, খুব খুব ভালোবেসে ফেলেছি তোমায়।
– নুহা রাণী তুমি তো আমার মনের রাণী হয়েই আছো, শেষ নিশ্বাস পর্যন্ত তুমি আমার রাণী হয়েই থাকবে🥰
-তোমার ওযু আছে???
-নাহ,,,
-ওযু করে এসে নামাজ আদায় করে আমাদের নতুন জীবন শুরু করতে চাই,
-যথা আগ্গা মহারাণী
*তারপর দুই রাকাআত নফল নামাজ আদায় করে নিলাম স্যার আমাকে কোলে তুলে নিয়ে কপালে ছোট্ট করে ভালোবাসার পরস এঁকে দিয়ে বিছানায় ফেলে দেয়
-আজকের এই শুভ দিনে বিড়াল টা মেরে ফেলি কি বলো নুহা রাণী 🥰🙃
-এখানে বিড়াল পেলেন কোথায় 🙄🙄🙄
– তুমি এটা বুঝবে না,,
-নাহহহহ, আমাকে এক্ষুনি বলতে হবে,,
-তাহলে তো লাইট অফ করতে হবে,
তারপর স্যার আমাকে কোন কথা বলতে না দিয়ে ঠোঁটে গভীর ভাবে চুমু খায়🙈🙈
★এইযে পাঠক পাঠিকা আপনারা এখানে কি করেন,, লোডশেডিং চলছে🥴 আপনারা এখন আসতে পারেন★
.
.
.
.
.
সকাল বেলা আমি স্যারের বুকেও ওপর শুয়ে আছি,, কাল রাতের কথা মনে হতেই,, স্যারের বুকে মুখ লুকাই🙈
তখন ৫ টা বাজে.. অনেক টা লজ্জা পাইলাম.. আর স্যার এর দিকে একবার তাকিয়ে দেখলাম
পরে আমি গোসল করতে গেলাম….
.
.
– নুহা
– বলেন কি বলবেন
– দরজা টা খুলে দাও আমি ও..
– মানে… আমি এখানে গোসল করতেছি আপনি এসে কি করবেন 🙄
– আমি ও গোসল করবো খুলে দাও প্লিজ 😞
– আরে নাহহহ আমার প্রায় হয়ে এসেছে আমি বের হয়ে আপনি আসিয়েন এখন যান তো
.
– যাওয়ার জন্য তো আসিনি
.
.
আমি আর ওনার কথায় কান না দিয়ে নিজের কাজ করতেছি …
একটু পরে
– ওমাগো মরে গেলাম…
– কি হলো স্যার
– আমার হাত 😭😭😭
– হাত এ কি হলো বলো
– 😭😭😭😭 খুব রক্ত বের হচ্ছে
– কিছু একটা দিয়ে বেঁধে রাখেন আমি একটু পরে আসছি
– আমার এখান এ খুব ব্যাথা করছে
– হাতে আবার কি হলো
– আহহহহ 😭
– কি হলো
-….
– স্যার
– …..
– স্যার
– …..
আমি আর এক মুহূর্তও দেরি না করে দরজা খুলেই দেখি স্যার নেই এমা স্যার আবার কোথায় গেলো
– কি করছেন স্যার 🥺
স্যার আমাকে টেনে নিয়ে দরজা লাগিয়ে দিল
তারপর আর কি..
আমার গোসল করে নিলাম ড্রেস চেঞ্জ করে নিলাম…
– স্যার তুমি এখানে থাকো আমি আসছি..
– কোথায় যাও তুমি 🙄
– নিচে গিয়ে দেখি ্ষ রান্না হলো কি না
– ওকে যাও
আমি নিচে আসলাম একটু ঘুরাঘুরি করে উপরে যাবো তখন দেখি মিম আমার সামনে
– কিরে দোস্ত কি ব্যাপার চুল ভেজা ব্যাপার কি 😉
– কি আবার এমনি তেই
– বলবি না 🙁
– কি বলবো রে🙄
– কালকে রাতে…..
– শোন
– বল
– একটা হেল্প করতে পারবি
– হুম বল
– আয় আমার রুমে সেখানে বলছি
আমরা আমাদের রুমে গেলাম
– মিম কাল কে কি হয়েছে জানিস
– না বললে কেমন করে জানবো
– কাল কে এখান থেকে যাওয়ার পর দেখি স্যার পুরো রুম টা সাজিয়েছে আমার কি মনে হয় জানিস
– কি
– কাল কে রোহান এ ওই সব স্যার কে এনে দিয়েছে
– কি বলিস
– হুম
– তার পর বল..
– বলবো স…..
ফোনের দিকে তাকিয়ে দেখি কে জানি একটা মেসেজ দিলো .. পরপর তিন টা…
আর তার পর যা দেখলাম তাতে……
চলবে……
কমেন্ট করে জানাবেন
#স্যার যখন হাসবেন্ড
লেখিকা রিসা
পর্ব: ১২
ফোনের দিকে তাকিয়ে দেখি কে জানি একটা মেসেজ দিলো.. পরপর তিন টা..
আর তার পর যা দেখলাম তাতে…. এটা কিভাবে সম্ভব মেসেজ টা ছিল যে
– কেমন আছো জান
আর সাথে ২ টা ভিডিও
মিম: কিরে কি দেখছিস
– কে এটা আর কিসের জানি ২ টা ভিডিও দিয়েছে…
– দেখ কিসের ভিডিও 🤨
– হুম
আমি ভিডিও টা চালু করলাম…
তারপর দেখলাম যে কাল কে রাতের সব ঘটনা এখানে এই ভিডিও তে…
আমার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়লো
– মিম ….. এটা কি রে 🥺
– এটা কিভাবে সম্ভব রে আর কেন বা….
– এটা ওই রোহান এর কাজ …
– তুই কেমনে বুঝলি
– আমার মনে হচ্ছে
– আচ্ছা শোন কি বলি
– বল
– মেসেজ দিয়ে দেখ কে…
– কিন্তু 🥺
– আরে দে তো
তারপর ওই আইডি তে আমি মেসেজ দিলাম
– কে আপনি আর এটা আপনি কোথায় পেলেন
– ভালো লাগছে না ভিডিও টা 😊
– মানে… কি এসব অসব্ভের মত কে আপনি
– আমি আপনার খুব কাছের মানুষ
– আমার কোন কাছের নেই… আপনি কে সেটা বলেন…
আমার হাত পা বুক সব কাঁপতেছে ..
– আমার সাথে দেখা করতে পারবেন….
– মানে এটা কেমন কথা কে আপনি আর এটা আপনার কাছে কেমন করে আসলো
– আমার সাথে দেখা করেন সব টা জানতে পারবেন…
নাহলে ভিডিও টা নেট এ ছেড়ে দিব
– মানে 😡😡😡
মিম কে এটা রে কি বলছে এসব
– স্যার কে বল এখন এ
– আমি কিভাবে বলবো 😭
– কাদিস না যা স্যার এর কাছে
আমি আর সেখানে না থেকে স্যার এর কাছে আসলাম… স্যার শুয়ে আছে
– স্যার একটা কথা বলি
– বলো জানু
– 😭😭😭😭
– আরে কান্না করছো কেনো কি হয়েছে বলো তো
– এটা কীভাবে সম্ভব স্যার 😭 কাল কে রাতে আম..😭😭😭…..
– সম্পূর্ণ কথা টা বলো প্লিজ আমার কিন্তু খুব টেনশন হচ্ছে…
স্যার কে সব টা বলতেই স্যার
– এটা কি ফাজলামি হচ্ছে 😡
– আমি সত্যি বলছি স্যার 😭
– রাতে তুমি আর আমি ছাড়া রুমে কেউ ছিল না…
– তাহলে তুমি ভিডিও টা করছো 🥺😭
– আমি কেনো করতে যাবো …
– তাহলে এটা কি
ভিডিও টা স্যার কে দেখালাম
স্যার: – ভালো লাগছে তো… আর তুমি যে ভিডিও করবা এটা আগে বলবা না ☺️
– মানে তুমি বলতে চাচ্ছো আমি ভিডিও টা করেছি
– হুম
– তাহলে এই মেসেজ গুলো কে করছে
– তুমি জানো
– স্যার আমি সত্যি বলছি আমি কোনো ভিডিও করিনি ..😭😭
– আমি ও তো করিনি তাহলে কে করলো
– সত্যি তুমি করোনি 🥺
– নাহহ
– এখন কি করবো আমার সব শেষ 😭😭
– আরে পাগলী কাঁদবে না তো …. কিছুই হবে না
তোমার ফোন টা দিয়ে যাও
– হুম
আমি নিচে আসলাম ওখানে আম্মু আব্বু সবাই… আমি বসে পড়লাম আম্মু আমাকে নিয়ে রান্না ঘরের দিকে নিয়ে গেল
– কি হলো আম্মু
– কি শুনতেছি এসব আমি
– কি শুনছো .. (বুক টা খুব ধুকধুক করছে)
– আজ অনেক সকাল এ রোহান এসেছিলো
– কেনো আম্মু
– তুই নাকি ওকে বাসার আসতে বলছিলি
– কি বলো এসব আমি তো ওর সাথে কথাই বলি না
– তাহলে কি ও মিথ্যা কথা বললো
– হতে পারে
– তোকে নাকি কি একটা সারপ্রাইজ দিবে ও ..
– কি দিবে 🥺
আমাকে বলেনি
আমার তো মনে হচ্ছে আমি এখন এ হার্ট অ্যাটাক করবো ….. এসব যদি আম্মু দেখে
ফেলে আমি মরে যাব 😭
– আম্মু আমি রুমে যাচ্ছি
– যা
আমি দৌড়ে রুমে এসেই বিছানায় শুয়ে কাঁদতে লাগলাম….
– নুহা কি হলো আবার কেনো কান্না করছো (মাথায় হাত বুলিয়ে)
আমি উঠে ওনাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে কাঁদছি ..
– কি হয়েছে সেটা তো বলবা
– 😭 সকাল এ নাকি রোহান বাসায় আসছিলো… আর আম্মু কে বলছে ও নাকি আমাকে সারপ্রাইজ দিবে 🥺 আমার খুব ভয় করছে 😭
– কিছু হবে না বললাম তো
– আমি আম্মু কে সব টা বলতে চাই আম্মু কিছু না কিছু একটা করবে
– নাহহহ এই কাজ করবা না 😠
– তাহলে তুমি কিছু করো নাহলে তো 😭
স্যার আমার বুক টা খুব ব্যাথা করছে 😭
– বললাম না আর কাঁদবে না… চুপ করে শুয়ে থাকো…
স্যার আমাকে শুয়ে দিলেন
– আমার বুক টা সত্যি খুব ব্যাথা করছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে 😭
– উফফফ তোমাকে তখন থেকে বলতেছি যে কান্না করবা না।। প্লিজ আমার কথা শুনো প্লিজ 😥
– কিন্তু ঐ ভিডিও টার কি হবে 😭
– শোন ঐ ভিডিও টা আমিই করেছি
– কিহহহ
– হুম
– তখন থেকে মিথ্যা কথা বললা কেনো 🥺
– এমনি
– কেনো ভিডিও করেছো 😭😡 কারন কি 😡😭😭😭
– কারন…….