ভাবনায়_তুমি পর্ব০৩
স্বামী সাগরের হাতে বিয়ের দ্বিতীয় রাতে অসহনীয় মার খেয়ে তিয়াসা সে রাতেই সিদ্ধান্ত নেয় এভাবে আর বাঁচবে না। যদি স্বামীর সাথে ভালোভাবে সংসার করতে পারে তাহলে করবে অন্যথায় নিজেকে শেষ করে দিবে।
স্বামী সাগরের হাতে বিয়ের দ্বিতীয় রাতে অসহনীয় মার খেয়ে তিয়াসা সে রাতেই সিদ্ধান্ত নেয় এভাবে আর বাঁচবে না। যদি স্বামীর সাথে ভালোভাবে সংসার করতে পারে তাহলে করবে অন্যথায় নিজেকে শেষ করে দিবে।
সাগরকে বিদায় দিয়ে সাগরের মা তিয়াসাকে বলতে শুরু করেন, “সাগর আগে কতটা খারাপ ছিল তুমি কল্পনা করতে পারবে না। ভাবতে পার মা কেন তার ছেলেকে খারাপ বলবে? কিন্তু এটাই সত্যি। সাগর আগে মাদকাসক্ত ছিল।
বাসর ঘরে ঢুকেই সাগর রাগী সুরে বলে, “শাড়ির আচল এভাবে ফেলে রেখে বুক দেখানোর মানে কি? আর বিয়ের শাড়ি পাল্টানোর দরকার কি ছিল?”