– সরি স্যার
– ঠিক আছে ঘুমিয়ে পর
এরপর স্যার আমার বাধন খুলে দেন আমি ঘুমিয়ে পরলাম
.
.
.
সকাল ৫ টায় ঘুম ভেঙ্গে গেল উঠে দেখি স্যার ঘুমিয়ে আছে তো আমি আর ডাকলাম না কাল কে রাতের কথা মনে পড়ে গেল কি একটা বাজে পরিস্থিতি তে ছিলাম ভাবতেই লজ্জা লাগছে
আমি ফ্রেস হয়ে নিলাম নিচে এসে দেখি আম্মু নাস্তা রেডি করে রাখছে
আমি খেতে বসলাম
আম্মু: কিরে তুই একা কেনো নাঈম বাবা কই
– বাবা!!😳😳
– তো কি জামাই তো ছেলের মতোই
– থাক হয়েছে আমি একাই খাবো ওনার ক্ষুদা লাগলে নিচে এসে খেয়ে যাবেন
– নাস্তা নিয়ে রুমে যা
– ধুর ভালো লাগে না
নাস্তা নিয়ে রুমে আসলাম স্যার তো ঘুমিয়ে আছে এখন কি করবো
-স্যার…
-…..
স্যার
-…
এবার জোরে ধাক্কা দিয়ে বললাম স্যার উঠেন এটা আপনার বাসা না যে সারাদিন ঘুমিয়ে থাকবেন
চোখে ঘুম ঘুম ভাব নিয়ে
– কি হয়েছে ঘুমাতে দাও
– আম্মু উঠতে বলছে উঠেন
– কাল কে রাতে যদি আমার কথা শুনতা তাহলে আজ অনেক সকালেই উঠতাম
– হয়েছে এখন ফ্রেস হয়ে আসেন
– ওক্কে
আমি শুয়ে ফোন এ গল্প পড়ছি এই সময় মিম ফোন দিলো
– মিম: কিরে বাসর রাত কেমন কাটলো 🤪
– ধুর স্যার এর সাথে আবার কিসের বাসর
– বুঝি বুঝি আর বলতে হবে না
– কচু বুঝিস
– আচ্ছা শোন
– বল
– আজ কলেজ এ আসতে হবে তোকে
– কেনো
– আরে ক্লাস আছে তো আর আতিক স্যার এর ক্লাস মিস করলে তো জানিস এ কি হবে
– আচ্ছা আম্মুকে বলে দেখি
.
স্যার বসেন
– হুম
– মিম ফোন দিয়েছিলো আজ কলেজ এ যেতে হবে
– আমাকে ও কলেজ এ যেতে হবে খেয়ে রেডি হয়ে নাও একসাথে যাব
– একসাথে কেনো আমি একাই যেতে পারবো
– এখন আমি আছি আমার সাথেই যাবা
– না আমি একা যাবো
– যেতে হবে না তোমাকে
– 🥺 আচ্ছা ঠিক আছে আপনার সাথেই যাব
– এদিকে আসো
– কেনো
– এমনি
– ওকে
– আমাকে খাইয়ে দাও
– কেনো আপনার হাত আছে না
– বউ থাকতে হাত দিয়ে কে খায়
– আমার কাজ আছে আমি গেলাম আপনি খেয়ে নেন
আর এক মুহূর্তও সেখানে না থেকে নিচে গেলাম
৯ টার দিকে আমি রুমে গেলাম রেডি হচ্ছি স্যার তো আমার দিকে তাকিয়েই আছেন পাত্তা না দিয়ে রেডি হলাম
– নুহা শোনো
– জি বলুন
– একটু জরিয়ে ধরি তোমাকে
– নাহহ
কে শোনে কার কথা
জরিয়ে ধরলো এমন টা মনে হচ্ছে যেনো আজ কত বছর পর আমাকে ফিরে পেয়ে অনেক খুশি
আমি আর কিছু বললাম না
১৫ মিনিট পর ছাড়লো আমাকে দেখি উনার চোখ এ পানি
– স্যার আপনি কাঁদছেন কেনো🥺
– কই এমনি
– প্লিজ বলেন
– স্যার আপনি কাঁদছেন কেনো🥺
– কই এমনি
– প্লিজ বলেন
– আরে কিছু না আমি বাইরে আছি তুমি আসো
– কি হয়েছে কাঁদলেন কেন আমাকে বলেন নাহলে যাব না
– সময় হোক জানতে পারবা .. এখন আসো
– ওকে
আম্মু আম্মু আমি কলেজ এ গেলাম 😀
– হ্যা যা তারাতাড়ি আসিস
– হুম
.
.
স্যার আসছি
– দেখতেই পারছি … গাড়িতে বসো
– হুম
.
.
নুহা একটা কথা বলি
– বলেন স্যার
– আমাকে কি আগে কোনোদিন দেখছিলা মানে কলেজ আসার আগে
– কেন 🙄
– বলো না
– দেখিনি তো
– ওওও আরে আমাকে ভালো করে ধরে রাখো পড়ে যাবা তো
– না ঠিক আছি আমি
.
.
৩০ মিনিট পর কলেজ এর গেট এ আসলাম
– স্যার আমাকে নামিয়ে দেন আমি যেতে পারব
– আমার সাথে আসো সমস্যা কি
– আপনি আমার স্যার কেউ আমাদের একসাথে দেখলে খারাপ ভাববে
– কে কি ভাববে তুমি আমার বিয়ে করা বউ
– আচ্ছা আপনি যান এ যে ওখানে মিম বসে আছে আমি ওর কাছে যাচ্ছি
– ওকে
.
.
মিম: কিরে ভুলে গেছলি
– আরে পাগলী না এখানে কি করিস
– কই এমনি, শোন রোহান তোর সাথে কথা বলতে চাইছে
– কেন ওর সাথে কোনো কথা নেই আমার
– রিলেশন করার সময় তো এটা মনে ছিল না
– আমি ওর সাথে কবে রিলেশন করলাম বন্ধু হয় তাই একটু কথা বলছি আর ও সেটাকে রিলেশন ভাবলে আমার কি
– তোর বিয়েতে ও অনেক কষ্ট পাইছে ওর সাথে একবার কথা বল রে
– ঠিক আছে
.
.
মিম : এই রোহান এখানে আয় নুহার সাথে কথা বলতে চাইলি না !
রোহান: আমার সাথে কথা বলার সময় কি তার আছে 😑
– আচ্ছা তোরা কথা বল আমি গেলাম
.
.
রোহান: কেমন আছো
– আলহামদুলিল্লাহ ভালো, তুমি
– কোনো রকম এ বেঁচে আছি… আচ্ছা আমার কি দোষ ছিল বলো তো এভাবে আমাকে দূরে ঠেলে দিলে কেন
– আমার বাসা থেকে বিয়ে ঠিক করেছে আর আমি এই বিয়ে টা মানি না
– আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না এটা বলে দিলাম আমি তোমাকে বিয়ে করতে চাই
– এটা কি করে হয় আমার বিয়ে হয়েছে আর আমি এখন ওনাকে ছাড়লেও এখন বিয়ে করবো না ।
– আমি এসব শুনতে চাই না প্লিজ আমাকে ছেড়ে যেও না 😥
– ক্লাস এ গেলাম বাই
– আচ্ছা
.
.
.
ক্লাস শেষে আমি বাইরে আসলাম মিম এর সাথে কথা বলছি হঠাৎ রোহান আমার হাত ধরলো
– রোহান কি করছো হাত ছাড়ো
– না আমি তোমার হাত ছাড়ব না
– ছাড়ো বলছি 😡
আমাকে দেয়ালের সাথে চেপে ধরলো
– কি করছিস সয়তান ছাড় আমাকে
– নাহ
পাশে ফিরেই দেখি স্যার
– রোহান স্যার
রোহান স্যার কে দেখার আগেই স্যার ওকে খুব জোরে একটা থাপ্পড় দিয়ে বলল..
চলবে
যদি আপনারা সারা পাই তাহলে পরবর্তী গল্প লেখব আর না হলে গল্প আর দেখবো না 🙂
#স্যার যখন হাসবেন্ড
লেখিকা রিসা
পর্ব: ৬
রোহান স্যার কে দেখার আগেই স্যার ওকে খুব জোরে একটা থাপ্পড় দিয়ে বলল
এই ছেলে তোমার সাহস কি করে হয় এইভাবে কলেজ এ একটা মেয়ের সাথে এমন আচরন করার???
রোহান: সরি স্যার আসলে আ..
– shut up নুহার আমার কে হয় আশা করি জানো তুমি.. আর next টাইম ওর থেকে ৫ হাত ধুরে থাকবে বুঝেছ
– হ্যা স্যার 😥
– নুহা বাসা চলো
– হুম 😔
.
.
গাড়িতে বসলাম স্যার আমাকে বাসা নিয়ে না গিয়ে একটা পার্কে নিয়ে গেল
.
– স্যার: নামো
– হুম
এক জায়গায় বসে আছি স্যার আমার দিকে খুব রাগী চোখে তাকিয়ে আছে
– ঐ ছেলেটা কে 😡
– কে আবার আমার বন্ধু 😑
– বন্ধুর এত সাহস তোমাকে দেয়ালের সাথে চেপে ধরে
– না মানে মজা করছে হয়ত
– আমি তোমার থেকে মিথ্যা কথা শুনতে চাই না.
সত্যি টা বলো
– না স্যার ঐ আমার ফ্রেন্ড হয় আর কিছু না
– আচ্ছা ঠিক আছে তুমি বাসা যাও আমার একটু কাজ আছে
– ওকে বাই
একা একা আসতেছি রাস্তায় রোহান এর সাথে আবার দেখা তো এবার ঐ আমার দিকে না তাকিয়েই গেলো আমি বাসায় চলে আসলাম
গোসল শেষ করে খেয়ে শুয়ে আছি আজ আর প্রাইভেট যাব না
স্যার এর ছোট বোন আসছে ওর সাথে শুয়ে গল্প করি বিকাল ৫ টা বাজে স্যার এখান ও নেই ভাবলাম ওনার বাসায় গেছেন বুঝি
আমি ও আর ফোন দিলাম না
.
.
রাত ৮ টায় স্যার আসলেন
আম্মু : বাবা এত রাত হলো যে
– আম্মু একটু কাজ ছিল তাই.. নুহা কোথায়
– রুমে আছে বাবা যাও
.
রুমে এসেই খুব রাগী কন্ঠে বললো
– নুহা …নুহা
– হ্যা স্যার বলেন
– তোমার থেকে এটা আশা করিনি আমি এতটা মিথ্যা বলতে পারো আগে জানতাম না
– কি মিথ্যা বলছি আমি (ভয়ে ভয়ে)
স্যার দরজা বন্ধ করে দিয়ে এসে আমাকে মারার জন্য হাত তোলেন কিন্তু কি একটা মনে করে থেমে গেল
– কি হলো মারেন 😥
– আমার হাত খুব জোরে চেপে ধরে বললো
এটা করতে পারলে তুমি 😡😥
– কি করেছি সেটা বলেন
– নাহ আজ আর বলবো না
– কেনো
– সব টা প্রমান সহ দেখাবো
– মানে কি প্রমাণ করবেন
ফোন হাতে নিয়েই বললো এই ভিত্তিও টা কি চিনতে পারছো
.
.
আমার চোখ তো কপালে উঠে গেল এই ভিডিও স্যার কোথায় পেলো আর কেই বা স্যার কে দিলো
এখন স্যার কে কি বলবো
– কি হলো
– 😕
– থাক আমার উওর আমি পেয়ে গেছি আর শোন আমাকে কোনোদিন মিথ্যা বলতে এসো না
– স্যার ভিডিও টা দেখি একটু
– আরে দেখতে হবে না ভিডিও তে তোমার বন্ধু রোহান এ আছে😥
ভিডিও টা দেখেই আমি নিজের চোখ কে আর বিশ্বাস করতে পারছি না
কেমন লাগলো😊
ভিডিও টা দেখেই আমি নিজের চোখ কে আর বিশ্বাস করতে পারছি না
স্যার: কি হলো এখন আর কিছু বলার মতো মুখ নেই তাই না??
– স্যার আপনি এটা কি বলছেন
– কেন মিথ্যা কি বললাম
– এই একটা সামান্য বিষয় নিয়ে আপনি আমার সাথে এমন আচরন করতেছেন🥺
– তোমার কাছে এটা সামান্য বিষয় হলেও আমার কাছে অনেক
– তো আমি কি একটু মজা ও করতে পারবো না কারো সাথে 😐
– পারবে , তাই বলে এই রকম মজা😡
– আ…..
– চুপ করে বসে থাকো আর একটা কথাও শুনতে চাই না
স্যার দরজা খুলে বাইরে চলে গেল
আসলে আমি আমার এক বান্ধবীর জন্মদিন এ গেছিলাম ২ মাস আগে সেখানে রোহান ও ছিল বন্ধুরা ফাজলামি করে আমাদের পিক তুলছে
ওখানে অনেক সময় কাটিয়ে আসবো এমন সময় পা স্লিপ করে পরেই যাব তখন এ রোহান আমাকে ধরে নেয় আর ফাজিল বন্ধুরা তখন এ পিক তুলছে
কিন্তু সেই পিক টা স্যার কে কে দিলো
ধুর ঘুমিয়ে পরি আমি অনেক ঘুম পাচ্ছে 🥱🥱🥱
আমি শুয়ে পড়লাম চোখ বন্ধ করে আছি
একটু পরে স্যার এসে আমাকে ডাকতেছে দরজা বন্ধ করে দিয়েছিলাম
তো গিয়ে খুলে দিলাম
কিছু না বলে আবার শুয়ে পড়লাম মনে হয় রাতে কিছু খায়নি তো আমার কি শুয়েই আছি
স্যার ও শুয়ে পড়লো
– স্যার: আচ্ছা নুহা তুমি কি রোহান কে সত্যি ভালোবাসো 😕
– না
– আমাকে ভালোবাসো??☹️
– না
– কেন
– আপনাকে কোনো দিন ভালোবাসতে পারবো না আমি 😑
– আজ আমাদের বিয়ের ২য় রজনী অনেক স্বপ্ন ছিল 😥
– তো আমাকে কেন বিয়ে করতে গেলেন 🥶
– ভালোবাসি তাই
– লাগবে না কারো ভালোবাসা
– আমাকে একটা সুযোগ দাও 😟
– কেনো
– তুমি ঠিক একদিন আমাকে ভালোবাসবে তার জন্য সময় লাগবে
– নাহহহ
– ঠিক আছে
– ওকে
.
.
রাত প্রায় আড়াইটা বাজে স্যার কেমন জানি করতেছে
– স্যার……
-…..
– স্যার
-….
– কথা বলেন প্লিজ😞
– ….
এখন আমি কি করবো স্যারের আবার কি হলো 🥺
– ও স্যার কি হয়েছে বলেন 😥😥
– …..
স্যার তো শুধু ব্যাথায় কাতরাচ্ছে
এখন আম্মু কে ডাকা ছাড়া আর কোন উপায় নেই
আজ কেন জানি ওনার জন্য খুব খারাপ লাগছে 😥
দৌড়ে যাব আম্মুকে ডাকতে স্যার আমার হাত টেনে ধরলো
– স্যার আপনি ঠিক আছেন তো😊😊
– তুমি পাশে থাকলে আমার কিছুই হবে না
– কি হয়েছিল আপনার 🥺🥺 ওরকম করছিলেন কেনো🥺🥺
– আমার বুক টা খুব ব্যাথা করছে আমার বুকে আসবা একটু😞
– 😐😐😐
– ঠিক আছে আসতে হবে না😰
– স্যার আপনি ঠিক হয়ে যান আগে তার পর নাহয়,
– যদি এখন এ মারা যাই😕😕
– নাহহ
– বুকে আসো🙂
– হুম 🙁🙁
হালকা চেপে ধরে জড়িয়ে আছে আমার তো খুব ভয় লাগছে আমাদের বাসা এসে ওনার কিছু হলে আবার আমাকেই সবাই রাগ হবে😑
– স্যার অনেক ক্ষন তো হলো এখন ছাড়েন 🙁
– আমার কাছে আসতে ভালো লাগে না তোমার???
– সেটা বলিনি আমার কেমন জানি লাগে 🙁
– সব ঠিক হয়ে যাবে এখন
– মানে
– তোমার ঠোট দুটো অনেক সুন্দর 😊
– জানি আমি
– আমার ঠোট এর সাথে বন্ধুত্ব করবা😊😊
– মানে কি বলেন কিছুই বুঝতে পারি না
– কিস করতে দিবা
– নাহহহ
– জোর করবো না আমি ঠিক আছে ঘুমিয়ে পর আমি মারা গেলে কার কি যায় আসে
– আবার এসব বলছেন 🥺🥺 (মারবি তো বাসা গিয়ে মর এখানে কি) (মনে মনে)
– আচ্ছা দাও একটা কিস
– আমি পারবো না যান তো
– আরে লজ্জার কি আছে আমি তো স্বামী অন্য কেও তো না
– নাহহ আপনি আমার স্যার
– যাই বলো আমারা কিন্তু স্বামী – স্ত্রী
– 😳😳😳
– এত রাতে নিজের বউ কে পাশে পেয়েও তাকে ভালো করে ছুঁতে পারছি না
– জরিয়ে ধরে তো আছেন বাধা তো দেই নাই 😑
– আচ্ছা চলো তাহলে আজ বাসায় করি😊😊
– ছিঃ আপনার কোনো লজ্জা নেই
– আগেই বলছি আমি তোমার হাসবেন্ড
– কেনো যে বিয়ে করলাম আপনাকে
– আমি তোমা….
– চুপ করেন । আমি আপনার কাছে ১ বছর সময় চাই, এর মধ্যে আমরা একে অপরকে চিনবো জানবো
– তো সমস্যা কি আমার তোমাকে চেনা শেষ
– আমি তো চিনি না আপনাকে
– ঠিক আছে, কিন্তু আমি তোমাকে ছাড়া ১ দিন ও থাকতে পারবো না 😑😑
– সেটাও কি আমার জ্বালা
– কি বলো
– কিছু না ঘুমাবো বাই
– ঠিক আছে ঘুমাও☹️
– 🥱🥱🥱🥱 good night
– ☹️
.
.
.
. সকাল সকাল জাগনা পেলাম তো ঘুম ভাঙ্গতেই দেখি