তারপর সন্ধ্যায় আসলো ওনারা
আমি আমার বেস্ট ফ্রেন্ড কে ডাকলাম ওর নাম মিম ও আসলো আমাদের বাসা টা আজ একটু অন্য রকম লাগছিল
সবাই কত মজা করছে এদিকে মিম আমাকে সাজিয়ে দিলো
অনেক মজা করার পর রাত ৯ টায় কাজী সাহেব আসলেন আমাদের বিয়ে পরিয়ে দেন।
স্যার তখন আমার দাদুর সাথে কথা বলছেন আমি আর মিম রুমে গেলাম
আমি: দোস্ত আমার খুব ভয় করছে রে
– কিসের ভয় কোনো ভয় নেই
– আরে তুই জানিস এ তো স্যার কেমন রাগি আমার জীবনে সান্তি সব শেষ হয়ে গেল 😭
– কাঁদিস না স্যার খুব ভালো রে তোকে কখনো কষ্ট পেতে দিবে না
.
.
স্যার: আসতে পারি??
মিম: আসেন স্যার
– তা মিম তোমার বান্ধবী কে কি কি বললা শুনি
– কিছু না স্যার এমনি
আমি: দোস্ত আমি এই রুমে থাকবো না
মিম: আরে কি বলিস এসব
স্যার: তোমার বান্ধবীর মাথা খারাপ হয়ে গেছে
আমি: আমার সব ঠিক আছে আমি আপনার সাথে এক রুমে থাকতে পারবো না
স্যার: আমার ঘুম পাচ্ছে ঘুমাবো
– ঠিক আছে। আপনি ঘুমান
– দরজা খুলে ঘুমাতে পারি না
– ঠিক আছে আমি দরজা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছি
– চলে যাবা মানে আজ আমাদের বাসর রাত আর আমি একা থাকবো😡
মিম: আচ্ছা দোস্ত আমি যাই ঘুমিয়ে পর
আর শোন স্যার কিছু বললে রাজি হয়ে যাস (কানে কানে)
– ফাজিল যা ভাগ
ও গেলো আমি দরজা বন্ধ করে দিয়ে চলে আসলাম বিছানার এক পাশে শুয়ে পড়লাম
– স্যার: তোমাকে আজ অনেক সুন্দর লাগছে
– ….
আমাকে কোনোদিন ছেড়ে যাবা না তো
-…..
– কথা বলো
– স্যার আমি কোনোদিন এই বিয়ে টা কে মানতে পারবো না
– কেনো.. আমি এতো কিছু বুঝি না আমার পাওনা আমি আদায় করেই ছাড়ব
– কিসের পাওনা
– বুঝো না নাকি
– নাহ
– I love you নুহা
-😐😐
– ঠিক আছে বলতে হবে না, যাও ফ্রেস হয়ে আসো
– হুম
১৫ মিনিট পর আসলাম এসেই দেখি স্যার ঘুমিয়ে পড়েছে যাক বাবা আজ খুব জোর বেঁচে গেছি
আমিও শুয়ে পড়লাম
লাইট অফ করে
– বাবাহ বউ আমার এত ফাস্ট
– স্যার আপনি ঘুমাননি
– আমি ঘুমালে বাসর করবে কে
– মানে
– আচ্ছা এত মানে মানে করো কেন বাসর রাতে কি হয় জানো না
– এর আগে কি বাসর করছি নাকি যে জানি
– ওও বউ আজ অনেক আদর দিবো তোমাকে
– লাগবে না স্যার
– আমার লাগবে, আরে খেয়ে ফেলবো নাকি এদিকে আসো
– আমাকে একটু ও টাচ করবেন না
– আমি তোমার হাসবেন্ড আমি সব করতে পারি
– আমাকে ছেড়ে দিন প্লিজ
– আরে শুধু তো আদর করবো মেরে তো ফেলবো না
– নাহহ
– আসো বলছি নাহলে কিন্তু জোর করেই
– আরে শুধু তো আদর করবো মেরে তো ফেলবো না
– নাহহ
– আসো বলছি নাহলে কিন্তু জোর করেই
– কি
– আমার লক্কি বউ কাছে আসো প্লিজ
– স্যার আমি শেষ বারের মত বলছি আমাকে এসব বলবেন না
– এই পাগলী তোমাকে না বললে কাকে বলবো রে
– তা আমি জানি না
– জানো এই রাত নিয়ে অনেক স্বপ্ন দেখেছি সব টা মাটি করে দিও না
– আমি আপনাকে কোনো দিন স্বামী বলে মেনে নিতে পারবো না
– উফফ রাগ উঠতেছে কিন্তু
– কি করবেন মেরে ফেলবেন ওকে মারেন
– এই আমি কি মারতে চাইছিলাম
– তো
– আমি কিন্তু আর বেশি ক্ষন ওয়েট করতে পারবো না
– ঘুমিয়ে পরেন আমি ও ঘুমাবো
– ঘুমানোর জন্য বিয়ে করিনি
– 😳😳
বুঝতে পেরেছি তুমি ভালো কথায় রাজি হবা না ওয়েট
– কি হলো আবার আমাকে ঘুমাতে দিন প্লিজ আমার খুব ঘুম পাচ্ছে 🥱
– ….
– স্যার কোথায় আপনি
-….
উফফ ফোন টা আবার কোথায় রাখলাম.. স্যার, …..স্যার
আরে আপনি এখানে কি করছেন লাইট জ্বালিয়ে দেখি অনেক টা রশি নিয়ে দাঁড়িয়ে আছে
– এগুলো দিয়ে কি করবেন স্যার
– কিছু না যাও ঘুমিয়ে পর
– আচ্ছা good night
-…..
আমি শুয়ে পড়লাম চোখ বন্ধ করে আছি
হঠাৎ অনুভব করলাম কেউ একজন আমাকে বেধে ফেলতেছে
– আ আরে কে আপনি আর আমাকে এইভাবে বাধতেছেন কেন
– সোজা কথায় তো কাজ হবে না তাই এমন টা করছি
– মানে খুলে দেন বলছি 😡😡
– খুলে তো দিবো কিন্তু এখন না
– এখন এ দেন বেথা করছে স্যার 😥
– আরে হালকা করেই তো বেঁধে রাখলাম
কিছু বলার আগেই স্যার আমাকে জড়িয়ে ধরলেন
– স্যার এটা কিন্তু ঠিক হচ্ছে না ছাড়েন বলছি
– উফফ এখন কি মুখে ও টেপ মেরে দিবো নাকি
– নননাহহহ
– তাহলে চুপচাপ শুয়ে থাকো আর মজা নাও
– নাহহ প্লিজ স্যার আমার কাছে থেকে সরে যান
– আচ্ছা আমাকে আজ একটা সুযোগ দাও প্লিজ
– প্লিজ স্যার এই সম্পর্ক টা মানতে আমার অনেক সময় চাই 😭
– ওকে বাট আজ আমি তোমাকে ছারতে পারবো না
– স্যার আপনার পায়ে পড়ি প্লীজ আমাকে দয়া করে ছেড়ে দিন 😭😭
– নাহ আর বিয়ের আগে এটা ভাবা উচিত ছিল তোমার যে আজ কি হতে পারে
– আমি বুঝতে পারনি,😭 আ..
– চুপ করে থাকো
স্যার আমাকে জড়িয়ে ধরেই আছেন আমি খুব কান্না করছি তো স্যার আমার চোখের পানি মুছে দিয়ে বলল
– আরে পাগলী আমি আজ রাত টাকে স্বরনীয় করে রাখতে চেয়েছিলাম তো কি আর করার আমার ভাগ্গে নেই এটা
– সরি স্যার 😭
– ঠিক আছে ঘুমিয়ে পর