– কেনো ভিডিও করেছো 😭😡 কারন কি 😡😭
– কারন…
হঠাৎ কিছু একটা ভেঙ্গে যাওয়ার শব্দে আমার ঘুম টা ভেঙ্গে গেল উঠেই দেখি আমার সারা শরীর ঘেমে গেছে
এটা হতে পারে না স্যার এমন কাজ জিবনেও করবে না ….
পাশ ফিরে দেখি স্যার আমার পাশে নেই
একি স্যার কোথায় 🙄
– গুড মর্নিং নুহা রানী 🥰
– তুমি…..
দৌড়ে স্যার কে জরিয়ে ধরলাম স্যার এর বুকে মাথা রেখে আছি
– নুহা কি হয়েছে তোমার এমন করতেছো কেনো 🥺
– আজ খুব একটা বাজে স্বপ্ন দেখেছি 😥
– কি দেখেছো 🥺🙄
– কিছু না… আমাকে কোনোদিন ছেড়ে যাবা না তো 😥
– না কোনোদিন ও না… তুমি আমার কলিজা ❤️ তোমাকে ছাড়া কি আমি ভালো থাকবো নাকি… পাগলী আমার 🥰🥰
– তাই যেনো হয় 😥
– হুম… এখন যাও গোসল করে নাও তারপর কথা হবে 😊😊
– ওকে
– শোন 😊
– হুম বলো
– একটা কিস দিয়ে যাও 🥰
– 😏😏😏 নাহহ
– একটা কিস 😊
– ওকে
স্যার কে কিস করে আমি গোসল করতে গেলাম…. আজ এই শপ্ন টা যদি সত্যি হতো তখন.😥… আর স্যার এমন কাজ তো কোনোদিন করবে না .. তাহলে এমন শপ্ন কেনো দেখলাম 😥… মনে হয় খুব বেশি ভালোবাসে ছ
ফেলেছি তাই… গোসল শেষে করে আসলাম…
এরপর স্যার এর সাথে অনেক আনন্দে দিন কাটাতে লাগলাম…
প্রায় ৩ মাস পর আমি বুঝতে পারলাম যে আমি কনসিভ করেছি… আজ আমার অনেক অনেক খুশি লাগছে.. এই দিন টা যে আমার জীবনে এত তারাতাড়ি আসবে আমি ভাবতেই পারিনি…
স্যার তো কলেজ এ গেছে.. আমি স্যার এর জন্য অপেক্ষা করতেছি … আমার শাশুড়ি মা আমাকে কোনো কাজ এ করতে দেন না অনেক আদর করেন সবাই… বিকেলে স্যার বাসায় আসলেন… ওনার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে রুমে আসলাম….
স্যার ১০ মিনিট পর রুমে আসলেন…
– কি ব্যাপার বউ… এত খুশি কেনো আজ
– আমি আজ অনেক খুশি…. 😊😊
– কেনো সেটা বলো 😀
স্যার কে জরিয়ে ধরে বললাম
– তুমি বাবা হতে চলেছো 😊🥰
– কিহহহ সত্যি 🥺
– হুম
– আমি বিশ্বাস করতে পারছি না… আমি সপ্ন দেখতেছি না তো 🥺
– না এটা সত্যি…. 🥰🥰
– I love you নুহা 🥰🥰🥰🥰🥰🥰 আমাকে যে এত বড় একটা সুখবর দিবা আমি ভাবতেই পারিনি 🥰🥰🥰
– আমাদের ভালোবাসার পূর্ণতা পেতে চলেছে 🥰
– হুমমমমম…. দেখি আমার বাবু টা কোথায় 🥰☺️
– তোমার বাবু এখন ঘুমাইছে
– তাই
– হুম
– শোন…. আগে যা করার করছো এখন কোনো কাজ করবা না।।
সারাদিন রেস্ট নিবা 🥰☺️😊
– আমাকে তো আম্মু এমনিতেই কাজ করতে দেয় না
– তোমাকে আজ অন্য রকম লাগছে 🤗
– কেনো
– জানিনা .. আমার যে কি পরিমান আনন্দ, খুশি লাগছে তা বলে বোঝানো যাবে না ☺️
– ☺️☺️☺️☺️☺️
– দুপুর বেলা খাইছো
– নাহ..
– এখন এ অবহেলা করতেছো তুমি… তুমি বসো আমি খাবার নিয়ে আসছি
– আমি আনতেছি
– বললাম না আমি যাচ্ছি …. ☺️
– ঠিক আছে ☺️
একটু পরে স্যার খাবার নিয়ে আসলেন…
– এই যে বাবুর আম্মু এদিকে আসো…
– কি বললা ☺️🙄
– বাবুর আম্মু বললাম
… কেনো ভালো লাগছে না শুনতে
– অনেক ভালো লাগছে..
– এখন আসো এদিকে
– হুম
– আমি খাইয়ে দিচ্ছি ☺️
– আমি খেতে পারবো তো আমি খাই
– না আমি আমার বাবুর আম্মু কে এখন থেকে নিজের হাতে খাইয়ে দিবো ☺️🥰
– তাই নাকি বাবুর আব্বু 🥰🥰
– হুম 🥰🥰..
স্যার আমাকে খাইয়ে দিল….
এত দিন এ মিম এর বিয়ে বিয়ে হয়েছে… ওর সাথে ও কথা হয় …..
স্যার বাইরে কোথায় জানি চলে গেল..
একটু পরে আমার ননদ নুসরাত ও আসলো
– কি ব্যাপার ভাবি আজ ভাইয়া কে অন্য রকম মনে হলো ব্যাপার কি 😉
– ,🥰☺️☺️☺️ আমি প্রেগন্যান্ট
– কিইইইই সত্যি বলছো তুমি
– হুমমম
– আমি আর কিছু শুনতে চাই না ভাইয়া কে ফোন দিয়ে বলো মিষ্টি নিয়ে আসতে ☺️
– তোমার ভাইয়া তুমি বলো ☺️
– আমি না ভাবী তুমি বলো ☺️☺️
– ওকে বলতেছি 😊
১ ঘন্টা পর স্যার বাসায় আসলেন… আর এর মাধ্যমেই বিষয়টা পরিবারের সবাই জেনে গেছে. একদিক এ লজ্জা লাগছে অন্য দিকে আবার খুশি লাগছে….
আমার বড় আন্টির ছেলে আর ওর বউ ও এর মধ্যে এসে পরেছে… ঐ ভাইয়া টার সাথে নাকি স্যার এর অনেক মিল… যাই হোক
সবার সাথে নিয়ে বসে আছি আমি.. এমন সময় স্যার বাসায় আসলেন তখন সবাই যেন স্যার এর দিকে তাকিয়ে আছে… সেখানে আম্মু আব্বু ছিলো না।। তাই ওর সেই ভাবী বলেই ফেলল
– ভাই কাজটা কি করলে তুমি ☺️🙄🙄
– কি ক.. করলাম
– বুঝতে পারছো না… কই দেখি মিষ্টি দাও
– নেন সবাই কে দেন…
এই বলে স্যার রুমে চলে গেল.. আমাকে ডেকে .
এখন তো ওরা আমার দিকেই তাকিয়ে আছে…
ভাবী: যাও যাও ভাইয়া ডাকছে তো
– 🤨😒
– লজ্জা পেতে হবে না যাও
– আচ্ছা ঠিক আছে
আমি উঠেই রুমে গেলাম…
আর গিয়ে দেখি স্যার……..