লজ্জা পেতে হবে না যাও
– আচ্ছা ঠিক আছে
আমি উঠেই রুমে গেলাম… আর গিয়ে দেখি স্যার… দরজার মুখ হয়ে বসে আছে
– এতক্ষণ এ তোমার আসার নাম হলো 🥺
– ভাবি রা ওখানে ছিলো তাই …😒
– এখানে আসো আমার পাশে এসে বসো 😍
– হুম 🥰
আমরা ২ জন এ বসে আছি আমার মাথা ওনার কাঁধে নিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে যে
– তুমি আজ যা চাবা তাই দিব 😊… বলো কি চাও
– সত্যি দিবা তো 😌
– হুম 😊😊
– আমি শুধু তোমাকেই চাই আর কিছু না 🥰🥰
– আমি তো শুধু মাত্র তোমার…. অন্য কিছু চাও 😊
– কিছু তো চাওয়ার নেই 😌
– বলো না 😊
– আমার যে বাবু হবে তার একজন খেলার সাথী চাই 🥰😊
– কোথায় পাবো 🙄
– জানিনা 🙂
– বলো না
– সব কথা কি বলে বুঝাতে হবে নাকি ☺️
– আচ্ছা শোন না!
– বলো
– তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি ☺️🥰
– কি জিনিস দেখি 🤨
– চুপটি করে বসো 😍
– হুম
😍
😍
😍
😍
😍
স্যার আমার হাত টা নিয়ে তাতে একটা আংটি পরিয়ে দেয়
– কেমন ☺️
– 😱😮 অনেক সুন্দর লাগছে 🤗…. আমার খুব পছন্দ হয়েছে 🙂☺️
– সত্যি বলছো তো ☺️
– হুম
– সারাজীবন আমাকে এভাবেই আগলে রাখবা তো 😍☺️
– হুম… তুমি শুধু আমার পাশে থেকো আমি সারাজীবন তোমাকে নিয়ে বাঁচতে চাই 😍
– 🥰🥰🥰🥰
🥰
🥰
🥰
🥰
🥰
৭ মাস পর……
আজ সকাল টা আমার কেমন জানি অন্য রকম তৃপ্তি লাগতেছে আজ যেনো পরিবেশ টা আমার মনের যত কষ্ট আছে সব দূর করে দিচ্ছে… প্রকৃতির সাথে আজ মিশে যেতে ইচ্ছে করছে সকাল এর আবহাওয়া আমার হৃদয় ছুঁয়ে যাচ্ছে
আমি বেলকুনি তে দাঁড়িয়ে সেই সান্তি অনুভব করতেছি…
হঠাৎ আমাকে কেউ পিছন থেকে আলতো করে জড়িয়ে ধরে পিছন ফিরে দেখি স্যার… আমি স্যার কে জরিয়ে ধরলাম
– দেখো আজকের আবহাওয়া টা অনেক সুন্দর লাগছে তাই না ☺️
– হুম, কখন ঘুম থেকে উঠেছো 😌
– এই তো একটু আগে
– রুমে খুঁজলাম কিন্তু তোমাকে পেলাম না.. চিন্তা হয় তো আমার 🙂
– আমি এখানেই তো ☺️
– ☺️☺️
– আজ কে বাবু অনেক লাথি মারছে 🥺
– খুব ব্যাথা পাইছো তাই না 😞😞
– তা না একটু একটু করতেছে
– এখানে আর থাকতে হবে না… রুমে আসো 🙁
– আমার হাত টা ধরো 🥺
– হুম
আমাকে স্যার রুমে নিয়ে গেল.. একটু পরে আমার শাশুড়ি মা আসলেন
– এখন কেমন আছো মা
– আম্মু ঠিক আছি আমি
– ব্যাথা করছে নাকি
– একটু একটু করতেছে আম্মু শোন
– বলো মা
– আজ আমার আম্মু আব্বু কে দেখতে খুব ইচ্ছে করছে 🙁
– আমি ডাকবো?
– ডাকো
আমার শাশুড়ি মা ওনার ছেলে কে বললেন
– ওর খেয়াল রেখো … কোনো সমস্যা হলে আমাকে ডাক দিও আমি নিচে আছি
– আম্মু ওর অবস্থা দেখে আমার খুব ভয় করছে 😞
– তুমি ভয় পেলে ওকে কে সান্তনা দিবে … ভয় পেও না আল্লাহ আছেন
– আম্মু দোয়া করো ওর জন্য 😥
– হুম….. ওকে দেখে রাখিও বাবা
– ঠিক আছে 😥😥
আম্মু চলে গেলেন…
স্যার আমার মাথার কাছে বসে আছে.. কোনো কথা বলছে না
– কি হলো কথা বলবা না আমার সাথে 🥺
-…..
আমি ওর হাত ধরে বললাম
– কথা বলো প্লিজ
– হুম বলো
– তুমি কাঁদছো 🥺
– কই না তো
– থাক আমার থেকে আর লুকানোর চেষ্টা করো না… কাঁদছো কেন সেটা বলো 😞
– আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচতে পারব না 😥
– 😞😞😞
– চিন্তা করো না কিছু হবে না…
– আম্মু আব্বু কখন আসবে 😒
– একটু আগেই তো আম্মু ফোন করলো আসবে হয়তো কিছুক্ষণের মধ্যেই
– খুব দেখতে ইচ্ছে করছে আমার
– দারাও দেখতেছি
স্যার বাইরে গেলেন
আমি মিম কে ফোন দিলাম
২ বার ফোন করার পর রিসিভ করলো
মিম: আসসালামু আলাইকুম… কেমন আছিস
– ওয়ালাইকুমুস সালাম আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস
– আলহামদুলিল্লাহ ভালো, কি করিস এত দিন পর মনে পরলো আমার কথা 🙁
– তুই ও তো একবার ও ফোন দিয়ে শুনলি না
– ওসব কথা বাদ দে…
– শোন, আজ কে না তোর কথা অনেক অনেক মনে পরছে… আসবি একবার 😒
– দারা বলে দেখি তোর ভাইয়া কে যাইতে দিলে যাবো… আর তুই ঠিক আছিস তো
– জানিনা রে মন টা কেমন জানি অস্থির অস্থির লাগছে 😥
– 😥😥😥 আচ্ছা আমি আসছি
– আসিস…
– হুম
– কার সাথে কথা বললা
– মিম এর সাথে
– আম্মু আব্বু রা এসেছে
– কই
– বাইরে আছে…. আসতে বলবো ???
– হুম
একটু পরে আম্মু আব্বু স্যার আমার শাশুড়ি মা সবাই আমার রুমে আসলেন
আম্মু কে দেখেই আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না… কান্না করছি. . উঠতে ও পারছি না
আম্মু আমাকে অনেক সান্তনা দিলেন…
সবাই কে এক সাথে দেখে খুব ভালো লাগলো… মিম ও আসলো … অনেক কথা হলো …
এর মধ্যেই স্যার এর দিকে আমার নজর স
পড়লো .. স্যার এর চোখে পানি.. মনে হয় কিছু একটা হারানোর ভয়ে কান্না করছে…
বিকেলে আমি আর স্যার রুমে শুয়ে আছি
– আমি কোনো ভুল করে থাকলে ক্ষমা করে দিও…
– তুমি কোনো ভুল করোনি 🥺
হঠাৎ আমার পেট অনেক ব্যাথা করছে মনে হচ্ছে…